সোশ্যাল মিডিয়ায় মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু নয়’— ডিএমপি কমিশনার

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোশ্যাল মিডিয়ায় মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু নয়’— ডিএমপি কমিশনার
টাইমস এক্সপ্রেস ২৪
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “সামনে নির্বাচন, পুলিশ তার দায়-দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে।”
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এক অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, গত ১৭ বছরে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে বর্তমান দুই লাখ পুলিশ সদস্যের প্রায় অর্ধেকই এই সময়ে নিয়োগপ্রাপ্ত, যাদের অনেকেরই নির্বাচনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নেই।
তিনি বলেন, “আমাদের অনেক সদস্যই জানে না নির্বাচনে দায়িত্ব কীভাবে পালন করতে হয়। তাই সারাদেশে আমরা ট্রেনিং চালাচ্ছি—ডিএমপিতেও চলছে। আমি সবসময় অফিসারদের বলছি, শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।”
আগামী নির্বাচনকে ঘিরে ‘নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’ পরিবেশের আশা প্রকাশ করে সাজ্জাত আলী বলেন, “দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি দল এবার অংশ নিতে পারছে না। তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা চলছে, তবে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, নভেম্বরের শেষ দিকে একটি “চমৎকার নির্বাচনী পরিবেশ” তৈরি হবে। তার ভাষায়, “জনগণ ভোট দিতে চায়। অনেকের বয়স ৩৫-৪০, অথচ জীবনে একবারও ভোট দেয়নি—এটা দেশের জন্য দুঃখজনক।”
রাজনীতি নিষিদ্ধ দলটির মিছিল-সমাবেশ নিয়ে ডিএমপি কমিশনার বলেন, “সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিল বা সমাবেশের ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটছে না। অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়। এতে মনে হয় বড় মিছিল হয়েছে, কিন্তু বাস্তবে তা নয়।”
তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ার প্রভাব আমরা অস্বীকার করি না, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
শেষে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “আমাদের সক্ষমতা যথেষ্ট, সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।”
কোন মন্তব্য নেই