উগান্ডার মহাসড়কে ভয়াবহ বাস সংঘর্ষে নিহত ৬৩, আহত অগণিত

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
উগান্ডার মহাসড়কে ভয়াবহ বাস সংঘর্ষে নিহত ৬৩, আহত অগণিত
টাইমস এক্সপ্রেস ২৪
উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এটি দেশটির সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে পশ্চিম উগান্ডার কিরইয়ানদঙ্গ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাস বিপরীত দিক থেকে আসা অন্য বাসকে ওভারটেক করার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। উগান্ডার ওই অঞ্চলের সড়কগুলো অত্যন্ত সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতি এবং অবৈধ ওভারটেকিং-ই দুর্ঘটনার মূল কারণ।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একসঙ্গে এত মানুষের মৃত্যুর ঘটনা দেশটির জন্য অত্যন্ত দুঃখজনক ও অস্বাভাবিক।
উগান্ডা রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেন, “দুর্ঘটনার পর ঘটনাস্থলে রক্তাক্ত ও আহত মানুষ ছড়িয়ে–ছিটিয়ে পড়ে ছিল। অনেকের হাত-পা ভেঙে গিয়েছিল। দৃশ্যটি ভয়াবহ ছিল।” তিনি আরও জানান, আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উগান্ডা পুলিশ জানিয়েছে, উদ্ধারকাজের সময় কয়েকজনকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে কিছু ব্যক্তিকে ভুলবশত নিহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে।
দুর্ঘটনার কারণ তদন্তের জন্য বিশেষ একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। কর্তৃপক্ষ দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার পরিকল্পনা করেছে।
কোন মন্তব্য নেই