আজ খালি চোখে দেখা যাবে ৫ গ্রহ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ খালি চোখে দেখা যাবে ৫ গ্রহ














মহবিশ্বের নানা রহস্য ভেদ করার জন্য যতই মানুষ দিনরাত গবেষণা চালিয়ে যাক, বাস্তবটা হল, মহাবিশ্ব নিজেই একটা বিরাট রহস্য। তাই যখন মহাজাগতিক বিস্ময়গুলি ঘটে, তখন বিস্ময় চোখেই শুধু দেখে তামাম পৃথিবীবাসী। দিনের শেষেও তা বিস্ময়ই থেকে যায়।

তেমনই একটি মহাজাগতিক বিস্ময়ের পৃথিবীবাসী সাক্ষী হতে চলেছে আজ। চাঁদের সঙ্গে আরও ৫টি গ্রহকে দেখা যাবে আকাশে। কোনও টেলিস্কোপ ছাড়াই। একেবারে খালি চোখে। গ্রহগুলো হল, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি। এ ৫ গ্রহকে আকাশে খালি চোখে দেখা যাবে। এ বিস্ময় দেখতে আপনাকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। যদি এবার এ দৃশ্য কোনওভাবে মিস করেন, তাহলে ফের ৫ গ্রহকে একসঙ্গে আকাশে দেখতে আপনাকে অপেক্ষা করতে হবে ২০২২ সালের জুন মাস পর্যন্ত।

মহাকাশ গবেষক জেফরি হান্ট জানিয়েছেন, উজ্জ্বল নক্ষত্রের মতো বুধ, মঙ্গল, শনি ও বৃহস্পতি গ্রহকে দেখা যাবে সূর্য ওঠার ঘণ্টা খানেক আগে। বুধকে দেখা যাবে উত্তর-উত্তরপশ্চিম দিকে, দক্ষিণ-পূর্বে দেখা যাবে মঙ্গল গ্রহকে ও দক্ষিণ-পশ্চিমে দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে। সূত্র : সি-নেট।






কোন মন্তব্য নেই