ফেসবুকসহ ৮৯ অ্যাপ নিষিদ্ধ ভারতীয় সেনাবাহিনীতে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফেসবুকসহ ৮৯ অ্যাপ নিষিদ্ধ ভারতীয় সেনাবাহিনীতে














ভারত ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করার পর এবার ৮৯টি অ্যাপ নিষিদ্ধ করল ভারতীয় সেনাবাহিনী। বুধবার ভারতীয় সেনাবাহিনীর তরফে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের মোট ৮৯ অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে জন সাধারণের জন্য ওইসব অ্যাপ চালু থাকবে। সেনা সদস্যরা একমাত্র ওইসব অ্যাপ ব্যবহার করতে পারবেন না।

ভারতীয় সেনাবাহিনীতে নিষিদ্ধ হওয়া অ্যাপগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, স্নাপচ্যাট, ইনস্টাগ্রামের মতো অ্যাপ। যেসব সেনা সদস্যের মোবাইলে ওইসব অ্যাপ রয়েছে তা ডিলিট করে দিতে বলা হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে ওইসব অ্যাপে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে। না মানলে শাস্তি।

উল্লেখ্য, লাদাখের গালওয়ানে ভারতীয় সেনার ওপরে চীনা সেনার হামলার পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কড়া নজরদারি শুরু করেছে ভারত। ওইসব এলাকায় যুদ্ধ জাহাজ, মিসাইল, ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার কারণে ৫৯টি চীনা অ্যাপও নিষিদ্ধ করে দেওয়া হয়। তার পরেই ভারতীয় সেনা এই ব্যবস্থা নিল। জিনিউজ






কোন মন্তব্য নেই