সুপার ওভারেই স্বপ্ন পুড়লো পাঞ্জাবের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সুপার ওভারেই স্বপ্ন পুড়লো পাঞ্জাবের




 নাটকীয় ম্যাচে সুপার ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে আসর শুরু করলো দিল্লি ক্যাপিটালস। দিল্লির করা ৮ উইকেটে ১৫৭ রানের জবাবে পাঞ্জাবও তাদের নির্ধারিত ওভারে করে ১৫৭ রান।

ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।


টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে মার্কোস স্টোইনিসের ৫৩ আর শ্রেয়াস আইয়ারের ৩৯ রানে ১৫৭ রানে থামে দিল্লি ক্যাপিটালসের ইনিংস।


জবাবে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগারওয়াল ছাড়া ব্যর্থ ছিলেন বাকীরা। তার ৬০ বলে ৮৯ রানে শেষ পর্যন্ত ম্যাচে দাপট ছিলো পাঞ্জাবের। তবে শেষ দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচ টাই করে দেন ব্যাট হাতে দাপট দেখানো স্টোইনিস। সুপার ওভারে পাঞ্জাব ২ রান করে নির্ধারিত ২ উইকেট হারিয়ে ফেলে। ৩ রানের সহজ লক্ষ্য ৩ বলেই টপকে যায় দিল্লি।



কোন মন্তব্য নেই