বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বসেছে ঢাকায় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বসেছে ঢাকায়


 বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকালে বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভা শুরু হয়। 


সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম এর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহন করছে। 

অন্যদিকে, বিসিএফ এর পক্ষে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা, আইপিএস এর নেতৃত্বে ০৬ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। 


এবারের সম্মেলনে সীমান্তে নিরন্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করা, সীমান্তের অপর প্রান্ত থেকে নেশাজাতীয় দ্রব্য, অস্ত্র চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে যৌথ টহল পরিচালনাসহ আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।


আগামী ১৯ সেপ্টেম্বর দলিল স্বাক্ষরের মধ্যদিয়ে এই সম্মেলন শেষ হবে।

কোন মন্তব্য নেই