তিন বছর ধরে ক্লপের নজরে জোটা! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তিন বছর ধরে ক্লপের নজরে জোটা!




চলতি মৌসুমে উলভস থেকে ৫০ মিলিয়ন ইউরো দিয়ে পর্তুগিজ উইঙ্গার দিয়াগো জোটাতে দলে এনেছেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। ২৩ বছর বয়সী এই তরুণ অল রেডসদের হয়ে মাঠে নেমেই করেছেন গোল। দলকে এনে দিয়েছেন ৩-১ গোলের জয়।


সাদিও মানের বদলি হয়ে মাঠে নামা তরুণ ওই তারকার তাই প্রশংসা করেছেন ক্লপ। জানিয়েছেন, দুই-তিন মৌসুম ধরেই তার দিকে নজর রাখছেন ক্লপ।

প্রয়োজন বুঝে এবারই তাই দলে ভিড়িয়েছে তাকে।


ক্লপ বলেন, ‘সত্যিই আমি জোটার জন্য খুশি। বড় পর্যায়ের ফুটবলার সে। দুই-তিন বছর ধরেই সে আমার নজরে ছিল। এখন সে অ্যানফিল্ডে।’


আর্সেনালের মতো দলের বিপক্ষে অ্যনফিল্ডে দুর্দান্ত পারফরম্যান্স করে খুশি জোটাও। তিনি বলেন, ‘অসাধারণ অনুভূতি। শুধু স্টেডিয়ামটা ভরা থাকলেই হতো। দলকে জেতাকে পেরে আমি খুবই খুশি। ফুটবলে একজন গোল করতে পারে, গোল মিস করতে পারে। তবে গোল করার বিশ্বাস থাকতে হয়। অভিষেকে গোল করতে পেরে আমি তাই খুশি।’



কোন মন্তব্য নেই