নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে মৃত বেড়ে ২২ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে মৃত বেড়ে ২২


নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এ তথ্য জানিয়েছেন।

হাসপাতালটিতে চিকিৎসাধীন বাকি ১৫ জনের অবস্থাও আশঙ্কাজনক। বেশিরভাগেরই পুড়ে গেছে শ্বাসনালী। এদিকে স্বজনদের কাছে ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এমন চিত্র রাজধানীর শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের ভেতরে এবং বাহিরে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। রোগির কাছে পৌছানোয় নিষেধাজ্ঞা থাকায় কেউ পাচ্ছেন না স্বজনদের খোজ। শুধুমাত্র মারা গেলেই মিলছে খবর।


আপনজনের একটু খোজ পেতে শুক্রবার রাত থেকেই ভেতরে-বাহিরে চলছে এই অপেক্ষা।

সকালে সেখানে ভর্তি থাকা রোগীদের সবশেষ খবর জানান ডা:সামন্ত লাল সেন।

এদিকে, দুর্ঘটনায় হতাহতদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

শুক্রবার এশার নামাজের সময় নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে তিতাস গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় মসজিদটিতে প্রায় অর্ধশতাধিক মসুল্লি ছিলেন। তারা কম-বেশি সবাই দগ্ধ হন। গুরতর দগ্ধদের রাতেই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

কোন মন্তব্য নেই