সানোফির করোনার টিকার প্রতি ডোজ মিলবে ৯০০ টাকায়
শনিবার (৫ সেপ্টেম্বর) বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফি’র ফ্রান্স প্রধান অলিভিয়ের বোগিলট জানিয়েছেন ভবিষ্যতে করোনাভাইরাসের টিকার প্রতি ডোজের দাম নির্ধারণ করা হবে ১০ ইউরোর নিচে। অর্থাৎ বাংলাদেশি টাকায় যেটার দাম হতে পারে ৯০০ টাকার মতো। খবর আল জাজিরার।
অলিভিয়ের বলেছেন— যদিও এখনো করোনার টিকার দাম নির্ধারণ করা হয়নি। আগামী মাসে আমরা আমাদের উৎপাদন খরচ হিসাব করবো। আশা করছি ১০ ইউরোর নিচে রাখা যাবে প্রতি ডোজের দাম।
করোনার টিকা তৈরিতে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতা চলছে বিশ্বের বড় বড় ওষুধ কোম্পানিগুলোর মধ্যে। এর মধ্যে অন্যতম অস্ট্রাজেনেকা। ব্রিটিশ-সুইডিশ বহুজাতিক এই ওষুধ কোম্পানি ইউরোপের জন্য তাদের তৈরি টিকার প্রতি ডোজের দাম রাখবে ২.৫০ ইউরো অর্থাৎ ২৫০ টাকা। তাহলে সানোফি কেন ৯০০ টাকা রাখবে?
এ বিষয়ে অলিভিয়ের বলেছেন— আমরা টিকা তৈরির ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করেছি। এটা আমাদের নিজেদের গবেষকরা তৈরি করেছেন। তারা আমাদের নিজস্ব গবেষণা কেন্দ্র ব্যবহার করেছেন। অন্যদিকে অস্ট্রাজেনেকা তাদের টিকা তৈরির কিছু অংশ আউটসোর্সিং করেছে। সে কারণেই মূলত দামের পার্থক্য তৈরি হচ্ছে।
কোন মন্তব্য নেই