‘পানি বণ্টন সমস্যা সমাধান ও সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি ভারতের’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘পানি বণ্টন সমস্যা সমাধান ও সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি ভারতের’




তিস্তাসহ ছয় নদীর পানি বণ্টন সমস্যা সমাধানের আগ্রহ দেখিয়েছে ভারত। একই সঙ্গে তারা সীমান্ত হত্যা চিরতরে বন্ধে একমত  হয়েছে। জয়েন্ট কনসালটেটিভ কমিশন জেসিসি’র বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা জানান।

মন্ত্রী বলেন, সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয়ের জন্যই লজ্জার। দুই দেশের সুসম্পর্কের যে সোনালী অধ্যায় চলছে এ তার প্রতি কুঠারাঘাত। তিনি এও বলেন, এই যে সামান্য পিয়াজ। এটা আমাদের বাজারকে অস্থিতিশীল করে তোলে। পিয়াজের আচমকা রপ্তানী বন্ধের কারণে আমাদের সোনালী অধ্যায়ের অবনমন হয়েছে।



কোন মন্তব্য নেই