শিবচরে এখনও ভাঙছে পদ্মা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শিবচরে এখনও ভাঙছে পদ্মা


 মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গেল তিন মাসের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে চরাঞ্চলের ৪টি শিক্ষা প্রতিষ্টানসহ বহু স্থাপনা। 


ভাঙ্গনে এরই মধ্যে ইউনিয়ন পরিষদ ভবনের পিলারসহ কিছু অংশ নদীতে চলে গেছে। হুমকিতে রয়েছে কমিউনিটি ক্লিনিক ও কাজিরসূরা বাজার। এ অবস্থায় ভাঙনরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন নদী তীরবর্তি মানুষ।


মাদারীপুরের শিবচরের চরাঞ্চলে এভাবেই পদ্মার ভাঙনে  নদী গর্ভে বিলীন হয়েছে এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন। শুধু এই ভবই নয় গেল তিন মাসের ভাঙনে ৪টি শিক্ষা প্রতিষ্টানসহ বহু স্থাপনা নদী গর্ভে নিশ্চিহ হয়ে গেছে।


স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও ইউনিয়ন পরিষদের ভবনটি  নদী থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে ছিল। বর্তমানে এই ভবনের  পিলারসহ কিছু অংশ নদীতে চলে গেছে। এ অবস্থায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে মানচিত্র থেকেই  হারিয়ে যাবে শিবচর উপজেলা।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রমিত সাহা বলছেন, নদী ভাঙন রোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের জন্যে টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। অনুমোদন পেলেই স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।


শুধু আশ্বাস নয়, পদ্মা নদীর ভাঙন রোধে সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা নদী তীরবর্তি মানুষের। 

কোন মন্তব্য নেই