অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এক নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
অবৈধ অনুপ্রবেশের দায়ে এক নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার দুপুরে ওমনি এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তাদের ঢাকায় ফেরত পাঠানো হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে- বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেন। রিপোর্টে প্রকাশ তাদের কারও কাছে পাসপোর্ট ছিল না। বিশেষ ট্রাভেল পাস ইস্যু করে তাদের ঢাকায় ফেরানো হয়েছে। অভিযোগ আছে, জনপ্রতি ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে দালাল মারফত প্রত্যেকে বিভিন্ন দেশ হয়ে স্বপ্নের দেশ আমেরিকার সীমান্ত পাড়ি দিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন লঙ্ঘন বিশেষত: অবৈধ অনুপ্রবেশের কারণে তাদের আশ্রয় হয়নি। আমেরিকান সীমান্তে হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেপ্তার এবং দীর্ঘ সময় ডিপোর্টেশন ক্যাম্পে আটক থাকার পর তাদের দেশে পাঠিয়ে দেয়া হয়।
কোন মন্তব্য নেই