ব্রন্টি বোনদের জাদুঘর রক্ষায় এলিয়ট এস্টেট
ব্রিটিশ ঔপন্যাসিক তিন বোন—এমিলি, শার্লোট ও অ্যান ব্রন্টির স্মৃতিবিজড়িত বাড়িতে প্রতিষ্ঠিত রাইটার্স হাউজ মিউজিয়াম দ্য ব্রন্টি পার্সোনেজ করোনাকালে বেশ ঝুঁকিতে পড়ে গিয়েছিল। কবি টি এস এলিয়ট এস্টেট সম্প্রতি ২০ হাজার পাউন্ড অনুদান দিয়ে ব্রন্টিদের পার্সোনেজকে একরকম উদ্ধার করে দিয়েছে।
ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারে অবস্থিত দ্য ব্রন্টি পার্সোনেজ এর দেখাশোনা করে ব্রন্টি ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের মুখপাত্র রেবেকা ইয়র্কে বলেছেন, ‘টি এস এলিয়ট এস্টেটের এ উদার অনুদান একেবারেই অপ্রত্যাশিত ছিল। তারা আমাদের তহবিল সংগ্রহে বিরাট সহায়তা করেছে। আমরা তাদের এ সমর্থনে কৃতজ্ঞ।’
দ্য ব্রন্টি পার্সোনেজ জাদুঘরে বছরে প্রায় ৭০ হাজার দর্শনার্থী আসে। করোনাভাইরাস মহামারীতে লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল এ জাদুঘর। দুনিয়ার অনেক ছোট জাদুঘরের মতো ব্রন্টি পার্সোনেজও তহবিল নিয়ে বিপদে পড়ে গিয়েছিল। অন্যদিকে ব্যক্তিগত বাড়ি হওয়ায় এর গঠন এমন যে একসঙ্গে বেশি দর্শনার্থীকে করোনা পরিস্থিতিতে প্রবেশ করতে দেয়া যায় না। তাই জাদুঘর বাঁচাতে কর্তৃপক্ষ এক লাখ ডলার গণতহবিল সংগ্রহের আবেদন জানায়। আর তাতেই সাড়া দিয়েছে টি এস এলিয়ট এস্টেট।
বিবিসি
কোন মন্তব্য নেই