আজ শপথ নিবেন কুয়েতের নতুন আমির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ শপথ নিবেন কুয়েতের নতুন আমির


কুয়েতের নতুন আমির হিসেবে আজ বুধবার শপথ গ্রহণ করবেন ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ। দেশটির উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ মন্ত্রীপরিষদ অধিবেশন শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন। দেশটির স্থানীয় ইংরেজি গণমাধ্যম আরব টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।


আমিরের মৃত্যুতে কুয়েত সরকার গতকাল ২৯ সেপ্টম্বর থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তিনদিনের জন্য সকল অফিস আদালতের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন।


উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে শারীরিক জটিলতার কারণে চিকিৎসা নিতে ফের যুক্তরাষ্ট্র যান শেখ সাবাহ। তার অবর্তমানে রাষ্ট্রীয় দায়িত্বের ভার পালন করেন তার ভাই শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ।

কোন মন্তব্য নেই