আমেরিকাকে ‘‌লাল’–‘‌নীল’ রাজ্যে‌‌ ভাগ করলেন ট্রাম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আমেরিকাকে ‘‌লাল’–‘‌নীল’ রাজ্যে‌‌ ভাগ করলেন ট্রাম্প


 নির্বাচনের মুখে বিভাজনের রাজনীতি শুরু করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা সংক্রমণে কোন রাজ্যে মৃত্যুহার বেশি?‌ ডেমোক্র্যাট শাসিত ‘‌নীল’‌ রাজ্যে রাজ্যে নাকি রিপাবলিকান শাসিত ‘‌লাল’ রাজ্যে?‌‌ বিতর্ক উস্কে দিয়ে কড়া সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট। ‌বলছেন, ‘‌নীল’ রাজ্যের মৃত্যুর হার বাদ দিলে করোনা খুব কম মানুষেরই মৃত্যু হয়েছে মার্কিন মুলুকে। সমালোচকরা বলছেন, ‘‌প্রেসিডেন্ট হিসেবে শুধু বিভেদকেই উস্‌কে দিচ্ছেন না ট্রাম্প, বরং এই বিভাজনে বিশ্বাস রেখেই দেশ পরিচালনা করছেন তিনি।’‌


বিরোধী ডেমোক্র্যাট পার্টির বক্তব্য, দেশে করোনা আবহের শুরু থেকেই রাজনীতি করছেন ট্রাম্প। কোন রাজ্য নীল কিংবা কোন রাজ্য লাল, তা দেখে করোনা আসেনি!‌ আমেরিকায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্ক, নিউজার্সি ও ক্যালিফোর্নিয়ায়। তিনটিই ডেমোক্র্যাট শাসিত। পাশাপাশি রিপাবলিকান শাসিত ফ্লোরিডা ও টেক্সাসেও বহু মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যু হারের বিচারে এই পাঁচটি রাজ্যেই শীর্ষে।‌

সেনেটে ডেমোক্র্যাট নেতা চার্লস শুমার বলেন,‌ ‘‌কোন ধরনের মানুষ হলে করোনা মৃতদের নিয়ে রাজনীতি করা যায়! যে রাজ্যের সমর্থন পাননি, সেই রাজ্যের মানুষ করোনায় মরলে প্রেসিডেন্ট হিসেবে তার কিছু যায় আসে না!‌ কী জঘন্য!‌ বিন্দুমাত্র সহানুভূতি নেই। ইনি কোন ধরনের প্রেসিডেন্ট?‌’‌


পেন্সিলভ্যানিয়া সাবেক রিপাবলিক্যান গভর্নর টম রিজ বলেন, ‘‌করোনা সঙ্কটে এমন বিভাজনের রাজনীতি একেবারেই মেনে নেয়া যায় না। ট্রাম্পের এই বক্তব্য প্রেসিডেন্ট হিসেবে তার অযোগ্যতাকেই প্রমাণ করে।’‌

মার্কিন সংবাদমাধ্যমেও ব্যাপক সমালোচিত হচ্ছেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে লেখা হচ্ছে, ‘‌পুনর্নির্বাচনে দাঁড়ানো প্রেসিডেন্ট ট্রাম্প দেশকে দেখছেন লাল ও নীলের বিভাজনে। দেশের প্রেসিডেন্ট হয়ে তার এমন মনোভাব আমেরিকার জন্য ক্ষতিকর।’‌

কোন মন্তব্য নেই