সংসদের ৯ম অধিবেশন শুরু রবিবার
কোভিড-১৯ মহামারির কারণে গত অধিবেশন (বাজেট) মাত্র নয় কার্যদিবস চলে, যা ছিল দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন
একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে রবিবার (৬ সেপ্টেম্বর)। গত ৯ জুলাই সমাপ্ত হওয়া সর্বশেষ (বাজেট) অধিবেশনের পর ৫৯ দিনের বিরতি শেষে এ অধিবেশন বসতে যাচ্ছে।
শনিবার (৫ জুলাই) চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ইউএনবিকে বলেন, কোভিড-১৯ মহামারির মাঝে গত অধিবেশনের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল (রবিবার) বেলা ১১টা থেকে অধিবেশন শুরু হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ১৯ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে একাদশ জাতীয় সংসদের নবম (২০২০ সালের চতুর্থ) অধিবেশন আহ্বান করেন।
কোভিড-১৯ মহামারির কারণে গত অধিবেশন (বাজেট) মাত্র নয় কার্যদিবস চলে, যা ছিল দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন।
সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়া থেকে পরবর্তী অধিবেশন শুরু হওয়ার মাঝের বিরতি ৬০ দিনের বেশি হতে পারবে না।
কোন মন্তব্য নেই