টিকটক-ওরাকলের চুক্তিতে সম্মতি ট্রাম্পের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টিকটক-ওরাকলের চুক্তিতে সম্মতি ট্রাম্পের




 টিকটকের সাথে মার্কিন প্রতিষ্ঠান ওরাকল-ওয়ালমার্টের চুক্তিতে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর ফলে যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে না অ্যাপটি ব্যবহার।


ট্রাম্পের অনুমোদন না পেলে রোববার থেকেই টিকটক ডাউনলোড নিষিদ্ধ হয়ে যেতো দেশটিতে। চুক্তির ফলে দেশে ২৫ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদ জানান ট্রাম্প। এখন থেকে যুক্তরাষ্ট্রে টিকটক গ্লোব্যাল নামে কার্যক্রম চালাবে চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি।


ভিডিও অ্যাপের মাধ্যমে চীন সরকারের কাছে যুক্তরাষ্ট্রের তথ্য তুলে দেয়া হয়, গত আগস্টে এমন অভিযোগ আনে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালাতে হলে অ্যাপের মার্কিন ভার্সন বিক্রির শর্ত দেয়া হয়।


কোম্পানি পুরোপুরি বিক্রি না করলেও গত ১৪ সেপ্টেম্বর ওরাকল-ওয়ালমার্টের সাথে সমঝোতা চুক্তি হয় বাইটড্যান্সের।



কোন মন্তব্য নেই