দু মাস মাঠের বাইরে অ্যাগুয়েরো
ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় দু মাসের জন্য ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামতে পারবেন না সার্জিও অ্যাগুয়েরো। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কোচ পেপ গার্দিওলা।
গেল মৌসুমে বার্নলির বিপক্ষে ম্যাচের সময় ইনজুরিতে পড়েন সার্জিও অ্যাগুয়েরো। দুই দিন পর ২৪ জুন তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি।
গেল বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে বল নিয়ে ট্রেনিং করার ভিডিও প্রকাশ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তারপর থেকে সবাই ধারণা ছিলো হয়তো ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তিনি। তবে সিটিজেন বস গার্দিওলা স্পষ্ট করেছেন বিষয়টি। ২ মাসের আগে মাঠে নামার কোন সম্ভাবনা নেই তার।
আগামী সোমবার ওলভস'র বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে ম্যান সিটি। সেখানে অ্যাগুয়েরোর পরিবর্তে আক্রমণ ভাগের দায়িত্বে থাকবেন গ্যাব্রিয়েল জেসুস।

কোন মন্তব্য নেই