চীনা অ্যাপ নিষিদ্ধের মার্কিন প্রচেষ্টা আটকে দিলেন আইনজীবী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চীনা অ্যাপ নিষিদ্ধের মার্কিন প্রচেষ্টা আটকে দিলেন আইনজীবী




 চীনা মেসেজিং ও লেনদেনের অ্যাপ উইচ্যাট নিষিদ্ধে মার্কিন সরকারের নেয়া পদক্ষেপ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের একজন আইনজীবী।


উইচ্যাটের ওপর নিষেধাজ্ঞা আরোপ বেআইনি আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট বিচারক লরেল বিলার বলেছেন,

বাক-স্বাধীনতার নিশ্চয়তা দেয়া সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গে এই নিষেধাজ্ঞা সাংঘর্ষিক। 


চীনা অ্যাপ উইচ্যাটের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞায় বেশ কিছু প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে মার্কিন প্রতিষ্ঠান ওরাকল এবং ওয়ালমার্টের সঙ্গে টিকটক এক চুক্তিতে পৌঁছানোর পর আদালতের ওই নির্দেশ এলো।


এর আগে জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কথা উল্লেখ করে গত মাসে চীনা মেসেজিং অ্যাপ উইচ্যাটের মালিক প্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড এবং ক্ষুদ্র ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিক বাইট ড্যান্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে এসব প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনও নিষিদ্ধ হয়।



কোন মন্তব্য নেই