পোপ জন পলের রক্ত চুরি! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পোপ জন পলের রক্ত চুরি!




প্রয়াত পোপ দ্বিতীয় জন পলের কয়েক ফোঁটা রক্ত স্মারক হিসেবে রাখা ছিল ইটালির স্পোলেটো শহরের এক গির্জায়। হঠ্যাৎ করে রক্ত জমা রাখা সেই শিশি চুরি হয়েছে বলে জানিয়েছে দ্য ভ্যাটিকান।


স্পোলেটা গির্জার আর্চবিশপ রেনাতো বোকার্দো বলেছেন,

‘আমি আশা করি, এটা নিছকই একটি চুরির ঘটনা এবং এর সঙ্গে বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত করার কোনো সম্পর্ক নেই৷’ তিনি আরো বলেন, ‘এই চুরি এটা বিক্রি করে অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা হয়নি, এটিও আমি বিশ্বাস করতে চাই৷’


এরই মধ্যে চুরির ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।


২০১৬ সালে এই পোপের রক্তসহ এই শিশি পোল্যান্ডের ক্রাকো গির্জার তৎকালীন আর্চবিশপ কার্ডিন্যাল স্তানিস্লাভ জিভিৎস স্পোলেটা গির্জাকে উপহার হিসেবে দেন৷ ২০০৫ সালে মৃত্যুবরণ করা পোলিশ পোপ দ্বিতীয় জন পলের দীর্ঘদিনের সহচর ছিলেন কার্ডিন্যাল স্তানিস্লাভ৷ 



কোন মন্তব্য নেই