উঠতে পারছিলেন না বৃদ্ধা, সিঁড়িতেই আদালত বসালেন বিচারক! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উঠতে পারছিলেন না বৃদ্ধা, সিঁড়িতেই আদালত বসালেন বিচারক!


 আদালতের সিঁড়ি বেয়ে উঠতে পারছিলেন না বয়সের ভারে ন্যুব্জ এক বৃদ্ধা। হতাশ হয়ে বসেছিলেন সিঁড়ির গোড়ায়। খবর পেয়ে ফাইলপত্র নিয়ে নিজেই নেমে এলেন বিচারক। বৃদ্ধার অভিযোগ শুনে, সুরাহা করে দিলেন বিষয়টা।


ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভুপালপল্লির জেলা আদালতে ঘটেছে এ ঘটনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনাটি। 


আব্দুল হাশেম নামে ওই বিচারক তার কেরানির কাছে জানতে পারেন, বয়স্ক ভাতা পাচ্ছেন না বলে দুই বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন ওই বৃদ্ধা। 


শুনানির দিন ঠিক হলেও, বয়স আর ক্লান্তির কারণে সিঁড়ি বেয়ে উঠতে পারছিলেন না তিনি।


সব শুনে আবদুল হাশেম নিচে নেমে সিঁড়ির গোড়ায় বসেই শুনানি সম্পন্ন করেন। দুই বছর ধরে ঝুলে থাকা বিষয়টিরও সুরাহা হয়।

কোন মন্তব্য নেই