অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে ‘ত্রুটি’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে ‘ত্রুটি’


 অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম আইওএস-১৪ এবং আইপ্যাডওএস-১৪ বাজারে আসার একদিনের মাথায়ই কিছু কিছু ত্রুটি ধরা পড়েছে বলে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন। খবর সাইট ভার্জ।


এদিকে, অপারেটিং সিস্টেমটির ডিফল্ট ইন্টারনেট ব্রাউজার এবং ইমেইল আদান-প্রদানের জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা হচ্ছে। ওই নির্দিষ্ট ফিচারটিতেই ত্রুটি - বলে ব্যবহারকারীরা জানাচ্ছেন।


এর আগে, বুধবার (১৬ সেপ্টেম্বর) আইওএস-১৪ এবং আইপ্যাডওএস-১৪ বাজারে এনেছে অ্যাপল। এই নতুন অপারটিং সিস্টেমে ডিফল্ট ব্রাউজার হিসেবে সাফারির বদলে গুগল ক্রোম এবং মাইক্রোসফট এজ ব্যবহার করা যাবে। আর ইমেইল আদান-প্রদাণের জন্য থার্ড পার্টি অ্যাপ হিসেবে আউটলুক এবং স্পার্ক ব্যবহারের সু্যোগ থাকছে - বলে জানিয়েছিল অ্যাপল।


প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, নতুন অপারেটিং সিস্টেম সম্বলিত ডিভাইসটি একবার রিবুট করলেই স্বয়ংক্রিয়ভাবে পুনরায় সাফারি ব্রাউজার এবং মেইল ডিফল্ট অ্যাপ হিসেবে সেট হচ্ছে। তাই, প্রতিবারই সেটিংস থেকে নতুন করে ডিফল্ট অ্যাপ বাছাই করে নিতে হচ্ছে ব্যবহারকারীকে।


প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আইওএস ১৪.০.১ আপডেটে সহজেই সমস্যার সমাধান সম্ভব হবে।


যদিও, এই ত্রুটির ব্যাপারে অ্যাপল আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি।

কোন মন্তব্য নেই