পুজোর আগে Jio-র ৪টি ধামাকা প্ল্যান, সঙ্গে মিলছে বিনামূল্যে Disney+ Hotstar VIP-র সাবস্ক্রিপশন!
১) ৪০১ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। এই প্ল্যানে মিলবে প্রতিদিন ৩ জিবি হাইস্পিড ডেটা + অতিরিক্ত ৬ জিবি ডেটা (মোট ৯০ জিবি ডেটা), নিজস্ব নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং এবং অন্য নেটওয়ার্কে কলিংয়ের জন্য ১০০০ মিনিটের টকটাইম, প্রতিদিন ১০০টি এসএমএস।
এর পাশাপাশি এই রিচার্জে মিলছে Disney+ Hotstar VIP-এর সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে!
২) ৫৯৮ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের। এই প্ল্যানে মিলবে প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা, নিজস্ব নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং এবং অন্য নেটওয়ার্কে কলিংয়ের জন্য ২০০০ মিনিটের টকটাইম, প্রতিদিন ১০০টি এসএমএস। এর পাশাপাশি এই রিচার্জে মিলছে Disney+ Hotstar VIP-এর সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে!
৩) ৭৭৭ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিনের। এই প্ল্যানে মিলবে প্রতিদিন ১.৫ জিবি হাইস্পিড ডেটা + অতিরিক্ত ৫ জিবি ডেটা (মোট ১৩১ জিবি ডেটা), নিজস্ব নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং এবং অন্য নেটওয়ার্কে কলিংয়ের জন্য ৩০০০ মিনিটের টকটাইম, প্রতিদিন ১০০টি এসএমএস। এর পাশাপাশি এই রিচার্জে মিলছে Disney+ Hotstar VIP-এর সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে!
৪) ২৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিনের। এই প্ল্যানে মিলবে প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা + অতিরিক্ত ১০ জিবি ডেটা (মোট ৭৪০ জিবি ডেটা), নিজস্ব নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং এবং অন্য নেটওয়ার্কে কলিংয়ের জন্য ১২,০০০ মিনিটের টকটাইম, প্রতিদিন ১০০টি এসএমএস। এর পাশাপাশি এই রিচার্জে মিলছে Disney+ Hotstar VIP-এর সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে!

কোন মন্তব্য নেই