গাড়ি বোমা বিস্ফোরণে আফগান আম্পায়ার নিহত!
আফগানিস্তান মানেই জঙ্গিদের স্বর্গরাজ্য। দেশটির মানুষের ঘুম ভাঙে গুলি-বোমার শব্দে। এবার আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে পরিবারের ৭ সদস্যসহ নিহত হয়েছেন দেশটির আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। এই হামলায় মোট ১৫জন নিহত এবং ৩০জন আহত হয়েছেন। অন্যদিকে আক্রমণকারীদের হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নাঙ্গারহার গভর্নরের সূত্র।
আফগান সাংবাদিক মো. ইব্রাহিম মোমান্দ এক টুইটে লিখেন, 'ভয়াবহ খবর! আফগান ক্রিকেট বোর্ডের এলিট আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি পরিবারের ৭ সদস্যসহ নাঙ্গারহারে রাস্তায় বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। তিনি অনেক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। বিশ্বের এক নাম্বার টি-টোয়েন্টি বোলার রশিদ খান তারই জেলা থেকে উঠে এসেছেন।'
পাশাপাশি পাকিস্তানি গণমাধ্যম জিওটিভি বিষয়টি নিশ্চিত করেছে। শিনওয়ারি ৬টি ওয়ানডে এবং ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া ৩৬ বছর বয়সী এই আফগান আম্পায়ার ২০১৭ সালে দেশটির ঘরোয়া গাজী আমানউল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে এবং ২০১৭-১৮ মৌসুমে শাহ আবদালি চার দিনের ম্যাচের টুর্নামেন্টে আম্পায়ারিং করেন।

কোন মন্তব্য নেই