লঞ্চে মেয়ের জন্ম, আজীবন যাতায়াত ফ্রি
শনিবার রাত পৌনে ১২টায় ঢাকা-বরিশাল রুটের লঞ্চ অ্যাডভেঞ্চার- ৯ এ ঘটনা ঘটে। এতে লঞ্চটিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
সদ্য বাবা-মা হওয়া ওই দম্পতির বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামে।
অ্যাডভেঞ্চার- ৯ লঞ্চের সুপারভাইজার সাইফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে ওই নারীর প্রসব বেদনা ওঠে। এসময় প্রসবে সহায়তা করার জন্য লঞ্চের মাইকে ঘোষণা দেয়া হয়, যাত্রীদের মধ্যে কেউ ধাত্রী পেশায় অভিজ্ঞ আছেন কি-না তা জানতে । তখন কেবিন যাত্রী ও শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহনাজ শারমীন এগিয়ে আসেন। তাকে সহায়তায় এগিয়ে আসেন আরও কয়েকজন নারীযাত্রী ও লঞ্চের কর্মচারী। তারা ফাহিমা বেগমকে লঞ্চের ২১০ নম্বর কেবিনে নিয়ে যান। সেখানে তিনি নিরাপদে কন্যা সন্তান প্রসব করেন।
সুপারভাইজার আরও জানান, লঞ্চ মালিক নিজাম উদ্দিন খুশী হয়ে তার প্রতিষ্ঠান ‘নিজাম শিপিং লাইন্স’র সঙ্গে মিলিয়ে নবজাতকের নাম রেখেছেন ‘নুসাইবা’। নিজামউদ্দিন ওই দম্পত্তির আজীবন বিনামূল্যে ভ্রমণ সুবিধা এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা বহনের ঘোষণা দিয়েছেন।
ফোরকান হাওলাদার জানান, তার স্ত্রীর প্রসবের নির্ধারিত তারিখ ছিল ২২ অক্টোবর। বাড়িতে সন্তান প্রসবের উদ্দেশে তারা লঞ্চে বাড়ি ফিরছিলেন।
রোববার সকালে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে মা ও নবজাতকের স্বাস্থ্য পরীক্ষার পর ওই দম্পতি সন্তানসহ গ্রামের বাড়িতে ফিরে গেছেন।

কোন মন্তব্য নেই