টানা চতুর্থবার বাফুফে সভাপতি সালাউদ্দিন
টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের অন্যতম সাবেক তারকা ফুটবলার কাজী মো. সালাউদ্দিন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৯৪ ভোট পান। একই পদে সাবেক ফুটবলার বাদল রায় ৪০ ভোট এবং শফিকুল ইসলাম মানিক পেয়েছেন মাত্র ১ ভোট। আগামী ৪ বছরের জন্য দেশের ফুটবলের ভার পড়ল সালাউদ্দিনের কাঁধে।
এছাড়া সিনিয়র সহসভাপতি পদে বহাল রইলেন আব্দুস সালাম মুর্শেদী। তিনি পেয়েছেন মোট ৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, আতাউর রহমান ভুইয়া মানিক। এবারের নির্বাচনে মোট ২১টি পদে প্রার্থী ছিলেন ৪৭ জন।
শনিবার দুপুর ২টা থেকে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ভোট দেন ১৩৫ জন।

কোন মন্তব্য নেই