ভারত সফরে মাইক পম্পেও ও মার্ক এস্পার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারত সফরে মাইক পম্পেও ও মার্ক এস্পার



 


লাদাখ সীমান্তে চীন-ভারত উত্তেজনার মধ্যেই সোমবার ভারতে সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার। দুইদিনের সফরে আজ ভারত গেছেন। এরই মধ্যে তারা নয়াদিল্লিতে পৌঁছেছেন।


ভারতের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার বৈঠকে বসবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে। পাশাপাশি বৈঠক হবে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আজ বৈঠক করার কথা রয়েছে তাদের।


বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা, সামরিক সহযোগিতা এবং অস্ত্র বাণিজ্য ইস্যুতে আলোচনা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত শুধু নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের জন্যও এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ।



কোন মন্তব্য নেই