ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে তার কার্যালয়ের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছেন গৌরিপুর থানার ওসি বোরহান উদ্দিন।
কোন মন্তব্য নেই