চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত




চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

ওই যুবকের নাম ওমিদুল ইসলাম (২৭)। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।


আজ রবিবার ভোর ৪টা ১৫ মিনিটে ওমিদুলকে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফ গুলি করে হত্যা করে। এ ঘটনায় লাশ ফেরত চেয়েছে বিজিবি।


চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, ওমিদুলকে সীমান্তের ৮৯ নং পিলারের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফ গুলি করে হত্যা করে। বিএসএফ দাবি করেছিল, সে গরু আনতে ভারতে গিয়েছিল। বিজিবি এ ঘটনার তদন্ত দাবি করে লাশ ফেরত চেয়েছে। লাশ এখনো ভারতের অভ্যন্তরে পড়ে আছে।

বিজিবি পরিচালক বলেন, গরু আনতে যাওয়ার কথা সঠিক নয়। চুয়াডাঙ্গার কোনো সীমান্তপথে গরু আসছে না। আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করার দাবি তুলেছি। লাশ ফেরত চাওয়া হয়েছে। অন্যায়ভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছি।



কোন মন্তব্য নেই