মেঘনায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২ জেলে দগ্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেঘনায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২ জেলে দগ্ধ


ভোলার মনপুরা উপজেলার মেঘনায় ইলিশ শিকারের সময় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ হয়েছেন।


সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শামসুদ্দিন চরসংলগ্ন মেঘনায় ইলিশ মাছ ধরার সময় শ্রীরাম মাঝির ট্রলারে এ ঘটনা ঘটে।


দগ্ধ জেলেরা হলেন– রাধেসাম (৩২) ও সমীর দাস (৪০)। ওই দুই জেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা।


ট্রলারের মাঝি শ্রীরাম জানান, সকাল সাড়ে ৯টায় শামসুদ্দিন চরসংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের জন্য জাল পাতা হয়। পরে সকালের রান্না গ্যাসের চুলায় ওঠাতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে রাধেসাম ও সমীর দাস দগ্ধ হন।


তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।


এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডা. শিপন চন্দ্র পাল জানান, দগ্ধ দুই জেলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। জেলেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই