কাল ট্রাম্প ভোট দেবেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দেবেন।
হোয়াইট হাউস সূত্রে এ খবর পাওয়া গেছে। মুখপাত্র জুড ডিরে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আগাম ভোট দেবেন।’
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বাসস্থান হচ্ছে ফ্লোরিডা। সেখানে তাঁর দুটি বিশাল গলফ রিসোর্ট আছে। এর মধ্যে একটি আছে ওয়েস্ট পাম বিচের আটলান্টিক বিচ টাউনে।
করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন। তবে এবার রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক এবার আগাম ভোট দিচ্ছেন। এবার সেই কাতারেই যোগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত নির্বাচনের দিনে ভিড়ভাট্টা এড়াতেই করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ফক্স নিউজের খবরে বলা হয়েছে, আজ শুক্রবার সেন্ট্রাল ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির একটি র্যালি হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, সেই র্যালিতে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকতে পারেন।
গত বছর নিউইয়র্কের প্রাথমিক নাগরিক হওয়ার পরিকল্পনা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি বলেছিলেন, নিউইয়র্ক শহর ও রাজ্যের রাজনৈতিক নেতারা তাঁকে ভালোভাবে গ্রহণ করছেন না।
দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আগাম ভোট দেওয়ার সিদ্ধান্ত এক অর্থে স্ববিরোধিতা। কারণ, নির্বাচনের প্রচারাভিযান শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প ডাকে ব্যালট আদান-প্রদানের বিরোধিতা করে আসছেন। এতে কারচুপি হতে পারে বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প। এখন সেই পথেই পা বাড়াচ্ছেন তিনি।
কোন মন্তব্য নেই