ম্যান ইউনাইটেডকে উড়িয়ে দিল টটেনহ্যাম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ম্যান ইউনাইটেডকে উড়িয়ে দিল টটেনহ্যাম


 

ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে ওল্ড ট্র্যাফোর্ড থেকে বড় জয় নিয়ে ফিরলেন হোসে মরিনহো। রবিবার রাতে সাবেক ক্লাব ম্যান ইউকে একরকম বিধ্বস্ত করেই ছেড়েছে তার বর্তমান দল টটেনহ্যাম।


প্রতিপক্ষের মাঠ থেকে ৬-১ গোলের জয় নিয়ে ফিরেছে টটেনহ্যাম। জোড়া গোল করেন হ্যারি কেইন ও সন হিউং-মিন। একটি করে গোল করেন সার্জ আউরিয়ের ও টানগাই এনদোমবেলে।


অথচ ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মধ্যে পেনাল্টি পেয়ে যায় ম্যান ইউনাইটেড। স্পট কিক থেকে ব্রুনো ফের্নান্দেসের করা গোলে এগিয়েও যায় দলটি।

কিন্তু পরের ৫ মিনিটেই বদলে যায় খেলার চিত্র। ৪ মিনিটে টটেনহ্যামকে সমতা এনে দেন এনদোমবেলে। তিন মিনিট পরই লিড এনে দেন সন।


২৮ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। মার্শিয়াল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দুই মিনিট পরই ব্যবধান ৩-১ করেন কেইন। ৩৭ মিনিটে সন নিজের দ্বিতীয় গোল আদায় করেন। তাতে ৪-১ গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।


বিরতির পর টটেনহ্যাম আদায় করে আরও দুই গোল। ৫১ মিনিটে আউরিয়ের ৫-১ ও ৭৯ মিনিটে কেইন পেলান্টি থেকে স্কোর লাইন ৬-১ করেন।


এই হারের ফলে টেবিলের ১৬তম স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্ট তাদের। আর চতুর্থ খেলায় দ্বিতীয় জয় তুলে নিয়ে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে টটেনহ্যাম।

কোন মন্তব্য নেই