মোবাইলে টাকা লেনদেনে বড় পরিবর্তন আসছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মোবাইলে টাকা লেনদেনে বড় পরিবর্তন আসছে

 

দেশে মোবাইলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে। মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক লেনদেনের সুবিধা চালু হচ্ছে।


বাংলাদেশ ব্যাংকের সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশের একটি শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে বলে খবরে প্রকাশ।


এ সেবা চালু হলে বিকাশ, রকেট, এম ক্যাশ বা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন করা যাবে। এর জন্য মাশুলও নির্দিষ্ট করে দেবে বাংলাদেশ ব্যাংক। কিন্তু গ্রাহকদের আপাতত নতুন করে কোনো মাশুল দিতে হবে না।


বিকাশের যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম সংবাদমাধ্যমকে বলেন,  ‘কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ পেলেই এ সুবিধা চালু করা হবে। আমরা প্রস্তুত আছি।’


প্রথমে এ সেবায় যুক্ত হচ্ছে বিকাশ, এম ক্যাশ, ইউক্যাশ ও ইসলামিক ওয়ালেট।

কোন মন্তব্য নেই