কিশোরীর সঙ্গে যৌনতা, যাজককে গৃহবন্দি থাকার নির্দেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কিশোরীর সঙ্গে যৌনতা, যাজককে গৃহবন্দি থাকার নির্দেশ




১৫ বছর বয়সী কিশোরীর সঙ্গে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্ক স্থাপনের জেরে দু'জন পুরুষকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জানা গেছে, তাদের একজন নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি গির্জার যাজক এবং অন্যজন কাওয়াকাওয়া ফল ব্যবসায়ী। 


নর্থল্যান্ডের কিশোরীর সঙ্গে যৌনতার দায়ে দু'জন পুরুষকেই নিজেদের বাড়িতে বন্দি থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

কাইকোহে ডিস্ট্রিক্ট কোর্ট রায় দিয়েছে, ফুতারক্যাস্টার গির্জার যাজক মাইকেল কর্নেলিস ওয়েটেনবার্গ ছয় মাস গৃহবন্দি থাকবেন।


এছাড়া স্বল্পবয়সী কিশোরীর কাছ থেকে যৌন সেবা নেওয়ার কারণে দেশটির যৌনকর্মী আইন ২০০৩ এর অধীনে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে যাজককে। এই অর্থ ওই কিশোরীকে দেওয়া হবে।


এ ঘটনায় দোষী সাব্যস্ত কাওয়াকাওয়া ব্যবসায়ী ৬৬ বছর বয়সী ওয়েন সিগলে'কে নয় মাস গৃহবন্দি থাকতে বলা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের দু'জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এক ব্যক্তি। পরে তাদের আটক করা হয়। 


স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে ১৫০ ডলারের বিনিময়ে তারা ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। কিশোরীদের দিয়ে এ ধরনের কাজ বন্ধ করানোর ব্যাপারে স্থানীয় পুলিশ বেশ তৎপর হিসেবেও উল্লেখ করা হয়েছে।



কোন মন্তব্য নেই