শেখ হাসিনার নেতৃত্বে সন্ধ্যায় সিভিএফ'র ভার্চুয়াল সম্মেলন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেখ হাসিনার নেতৃত্বে সন্ধ্যায় সিভিএফ'র ভার্চুয়াল সম্মেলন




গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) ও বাংলাদেশ আজ বুধবার সন্ধ্যা ৭টায় 'ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ)' নেতাদের একটি ভার্চুয়াল সম্মেলন আয়োজন করছে।


সিভিএফ সভাপতি হিসেবে সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জিসিএ সভাপতি বান কি মুন,

সিভিএফের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি কপ২৬-এর আয়োজক যুক্তরাজ্য ও সহ-আয়োজক ইতালি, নেদারল্যান্ডস, সিভিএফের থিমেটিক অ্যাম্বাসাডর ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদাররা এই সম্মেলনে অংশ নেবেন।


পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীও সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।



কোন মন্তব্য নেই