হবিগঞ্জের সায়হাম কটন মিলে ভয়াবহ আগুন
গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে কটন মিলটিতে আগুনের সূত্রপাত ঘটে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের মোট ৪টি ইউনিট মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সায়হাম কটন মিলের উপব্যবস্থাপনা পরিচালক এম এম রেজা বলেন, গত রাত একটার দিকে মিলে আগুন লাগে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এম এম রেজা বলেন, কটন মিলে মোট ১০০ কোটি টাকা মূল্যের তুলা মজুত ছিল। আগুনে তা সম্পূর্ণ পুড়ে গেছে বলে মনে হচ্ছে।
মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রকিব বলেন, হবিগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করে যাচ্ছে। তাঁরাও ধারণা করছেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, প্রায় আট ঘণ্টা ধরে কটন মিলটিতে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এই ঘটনায় হতাহতের কোনো তথ্য আপাতত নেই।

কোন মন্তব্য নেই