আশুলিয়ায় মিনি ক্যাসিনোর সন্ধান, গ্রেপ্তার ২১ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আশুলিয়ায় মিনি ক্যাসিনোর সন্ধান, গ্রেপ্তার ২১





ঢাকার আশুলিয়া থানাধীন কাইচাবাড়ি এলাকায় 'মিনি ক্যাসিনো'র সন্ধান পেয়েছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে সেখানে অভিযান চালিয়ে মাদকসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


জিয়াউর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে ২১ জনকে গ্রেপ্তার করে। আজ রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মিরপুর পাইকপাড়ায় র‌্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি। 



কোন মন্তব্য নেই