সৌদি ক্লাবকে হারিয়ে ইরানের পার্সপোলিস এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সৌদি ক্লাবকে হারিয়ে ইরানের পার্সপোলিস এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে


 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পার্সপোলিস ফুটবল ক্লাব এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে। গতকাল কাতারের রাজধানী দোহায় প্রথম সেমিফাইনালে সৌদি আরবের আন-নাসর ক্লাবকে ট্রাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ইরানের প্রভাবশালী এ ক্লাব ফাইনাল নিশ্চিত করে।


কাতারের জাসিম বিন হামাদ স্টেডিয়ামে অনেকটা দর্শকশূণ্য অবস্থায় গতকাল (শনিবার) এ খেলা অনুষ্ঠিত হয়। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির কারণে গ্যালারি দর্শকশূণ্য ছিল। যাহোক, খেলার প্রথম আধাঘণ্টা দু দলই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। তবে ৩৬ মিনিটের মাথায় সৌদি ক্লাব পেনাল্টি লাভ করে এবং আন-নাসর ক্লাবের পক্ষে আবদুর রাজ্জাক হামদাল্লাহ নিখুঁতভাবে বল ইরানি গোলপোস্টের জালে জড়িয়ে দেয়।


অবশ্য, ইরানি খেলোয়াড়রা সৌদি ক্লাবকে বেশি সময় সে আনন্দ ধরে রাখতে দেন নি। মাত্র ছয় মিনিটের মাথায় লাল জার্সিধারী পার্সপোলিস গোল করে খেলায় সমতা ফেরায়। ক্লাবের পক্ষে গোলটি করেন স্ট্রাইকার মেহদি আবদি। এরপর কোনো পক্ষই আর গোল করতে সক্ষম হয় নি। ফলে খেলা ১-১ গোলে ড্র অবস্থায় শেষ হয়।


খেলার দ্বিতীয়ার্ধ শুরুর প্রথম দিকেই ইরানি পার্সপোলিস ক্লাবের এহসান পাহলোয়ানকে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখানো হয়। ফলে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন এবং পার্সপোলিস ক্লাব ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হয়। একজন খেলোয়াড়ের ঘাটতির সুযোগ কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করে সৌদি ক্লাব কিন্তু তাতে লাভ হয় নি।


এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু পার্সপোলিসের গোলরক্ষক হামেদ লাক সৌদি আন-নাসর ক্লাবের একটি বল ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত ৫-৩ গোলে বিজয় নিয়ে ইরানের পার্সপোলিস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে। ইরানের এ ক্লাবকে এখন অপক্ষো করতে হবে পূর্ব এশিয়া থেকে বিজয়ী দলের জন্য। আগামী ১৯ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই