ওমরাহ অ্যাপ চালুর কয়েক ঘণ্টায় ১৬ হাজার নিবন্ধন
ওমরাহ অ্যাপ চালু করার প্রথম কয়েক ঘণ্টায় ১৬ হাজার নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিয়ষক মন্ত্রণালয়।
আগামী ৪ অক্টোবর থেকে চার ধাপে শুরু হতে যাওয়া ওমরাহর প্রথম ধাপ চালু করার ঘোষণা দেয় সৌদি আরব। সৌদিতে অবস্থানকারীরা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিদর্শন ও ওমরাহ পালন করতে পারবে।
‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে আবেদন করে সময় নির্ধারণ করা হয়।
মক্কা নগর কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, অ্যাপটি চালুর কয়েক ঘণ্টার মধ্যে ১৬ হাজার আবেদন সম্পন্ন হয়। এতে করে প্রথম ১০ দিনের ওমরাহর নির্ধারিত সংখ্যা পূরণ হয়।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা মতে, প্রথম ধাপে প্রতিদিন ছয় হাজার লোক ১২টি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করবে। প্রতিটি দলে পাঁচ শ জন অংশগ্রহণ করতে পারবে। তবে ওমরাহ পালনকারীরা কাবার গৃহ ও হাজরে আসওয়াদে কাছে আসতে পারবেন না। এচাড়া তাওয়াফ সম্পন্নের জন্য কাবার চতুর্পাশ্বে নির্দিষ্ট রেখা টেনে দেওয়া হয়। জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত থাকবে পর্যাপ্ত চিকিৎসক ও মেডিকেল আইসোলেশন সেন্টার।
এছাড়া করোনারোধে স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন মক্কার মসজিদ হারম ১০ বার জীবাণুমুক্ত করা হবে। ওমরাহ পালন প্রতি দল প্রবেশের আগে ও বের হওয়ার পরও জীবাণুমুক্ত করা হবে। তাছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে প্যাকেটজাত জমজম পানি দেওয়া হবে।

কোন মন্তব্য নেই