এসআইয়ের বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এসআইয়ের বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা




শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী (২২)। অভিযুক্ত ওই এসআইকে শেরপুর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। তিনি নকলা থানায় কর্মরত ছিলেন। ১৫ অক্টোবর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে করা মামলায় অভিযোগ করা হয়েছে, প্রতারণার উদ্দেশ্যে সাজানো বিয়ে করে কৌশলে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে।


জামালপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই মামলার তদন্ত করছে। তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. ফিরুজ হোসেন বলেন, গত মঙ্গলবার তিনি অভিযোগটি হাতে পেয়েছেন। ইতিমধ্যে তদন্তকাজ শুরু হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।


মামলার বাদী ও এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালে নালিতাবাড়ী থানায় কর্মরত থাকা অবস্থায় অভিযুক্ত এসআই ওই তরুণীর করা একটি শ্লীলতাহানির মামলার তদন্তের দায়িত্ব পেয়েছিলেন। তদন্ত করার সুবাদে তরুণীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি তরুণীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। একপর্যায়ে তরুণীর অপরিচিত দুজন লোকের উপস্থিতিতে তাঁদের বিয়ের কাজ সম্পন্ন হয়। এজাহারে অভিযোগ করা হয়েছে, এরপর তরুণীকে স্ত্রী দাবি করে ওই এসআই একাধিকবার ধর্ষণ করেন।


তাঁদের বিয়ের কাবিন রয়েছে। কিন্তু ওই তরুণী সম্প্রতি অতিরিক্ত টাকা দাবি করায় তাঁদের বনাবনি হচ্ছিল না। পরে তিনি ষড়যন্ত্র করে আদালতে গিয়ে মামলা করেছেন।

অভিযুক্ত এসআই

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ১৫ নভেম্বরে পৌর শহরের উত্তর গড়কান্দা এলাকার একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করতে শুরু করেন ওই তরুণী ও এসআই। কিন্তু নকলা থানায় বদলি হওয়ার পর থেকে তাঁদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। চলতি বছরের ১ অক্টোবর ওই তরুণী নকলা থানায় গিয়ে পুলিশের ওই কর্মকর্তার কাছে ভরণপোষণ দাবি করলে তাঁকে স্ত্রী হিসেবে অস্বীকার করা হয়। পরে তিনি ১৫ অক্টোবর আদালতে ধর্ষণের মামলা করেন।


মামলার বাদী বলেন, পুলিশের ওই এসআই তাঁকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করেছেন। তিনি এ ঘটনার বিচার চান। আর অভিযুক্ত এসআই বলেন, তাঁদের বিয়ের কাবিন রয়েছে। কিন্তু ওই তরুণী সম্প্রতি অতিরিক্ত টাকা দাবি করায় তাঁদের বনাবনি হচ্ছিল না। পরে তিনি ষড়যন্ত্র করে আদালতে গিয়ে মামলা করেছেন। 


নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ বলেন, অভিযোগের সঠিক তদন্তের স্বার্থে পুলিশ সুপারের নির্দেশে ওই এসআইকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।

কোন মন্তব্য নেই