মস্তিষ্কের ক্ষতি করতে পারে নাক থেকে করোনার নমুনা সংগ্রহ পদ্ধতি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মস্তিষ্কের ক্ষতি করতে পারে নাক থেকে করোনার নমুনা সংগ্রহ পদ্ধতি




করোনা পরীক্ষার জন্য নাকের ভেতর থেকে সোয়াব বা নমুনা সংগ্রহ করা হলে মস্তিস্কে ইনফেকশনের ঝুঁকি থাকে । বৃহস্পতিবার জামা ওটোলারিঙ্গোলজি সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।


গবেষণায় একজন ৪০ বছর বয়সী মার্কিন নারীর কথা উল্লেখ করা হয়। ওই নারী হার্নিয়া অপারেশনের আগে করোনা পরীক্ষা করার জন্য তার নাক থেকে নমুনা সংগ্রহ করা হয়।

কিন্তু পরে সে খেয়াল করে যে তার নাক দিয়ে তরল পদার্থ বের হচ্ছে। এরপর থেকে তার মাথা ব্যাথা, বমি, ঘাড় ব্যাথা শুরু হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন যে ওই নারীর খুলি ফেটে মস্তিষ্কের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (সিএসএফ) নামের এক ধরনের তরল পদার্থ বের হচ্ছে। এই তরল পদার্থের মধ্যেই মস্তিষ্ক ভেসে থাকে।


জানা গেছে, চিকিৎসা নিয়ে ওই নারী এখন সুস্থ আছেন। গবেষণায় এও উল্লেখ করা হয় যে ওই নারী ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশন রোগে ভুগছিলেন। ফলে তার মস্তিষ্কের সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের চাপ বেশি ছিল


এ গবেষণার জ্যেষ্ঠ লেখক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আইওয়া হসপিটালে কর্মরত জারেট ওয়ালশ বলেন, যাদের সাইনাসে সমস্যা অথবা মাথায় অস্ত্রোপচার করা হয়েছে তাদের জন্য নাকের ভেতর থেকে নমুনা সংগ্রহ না করাই ভালো। ওই নারীর চিকিৎসা না করালে তার জন্য এটি প্রাণঘাতী হতে পারতো।



কোন মন্তব্য নেই