দ্বিতীয় বিয়ে করার জন্য লোন দেবে ব্যাংক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দ্বিতীয় বিয়ে করার জন্য লোন দেবে ব্যাংক





বিবাহিত পুরুষ কর্মচারীদের দ্বিতীয় বিয়ে করার জন্য লোন দেয়ার ঘোষণা দিয়েছে ইরাকের রাষ্ট্রীয় মালিকানাধীন আল-রশিদ ব্যাংক। এরপর থেকেই প্রতিষ্ঠানটি জন রোষের মুখে পড়েছে।

দ্য নিউ আরবের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, ব্যাংকটিতে কর্মরত যে সব বিবাহিত পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায় তাদের জন্য এই লোন। এক্ষেত্রে সর্বোচ্চ ১০ মিলিয়ন ইরাকি দিনার লোন দেয়া হবে।

এক টুইট বার্তায় ইরাকের মহিলা রাজনীতিবিদ হানান আল-ফাতলাভি বলেন, বিবাহিত পুরুষ কর্মচারীদের দ্বিতীয় বিয়ে করার জন্য লোন দেয়ার ঘোষণা দিয়েছে আল-রশিদ ব্যাংক।

সরকারি ব্যাংক কর্তৃক এ জাতীয় সিদ্ধান্ত জাতির জন্য লজ্জাজনক। এ ছাড়া বিবৃতি দিয়ে এ সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত করার জন্য যে ব্যাখ্যা জারি করা হয়েছিল, তা আইনের চোখেও একটি খারাপ অজুহাত, যোগ করেন তিনি।

এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমিকে এ বিষয়ে হস্তক্ষেপ এবং লোন অফারটি বন্ধ করতে অনুরোধ জানিয়েছেন দেশটির সাংসদ রিজান শেখ ডেলয়ার।

কোন মন্তব্য নেই