কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে


 

রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আজ রোববার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে। ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, সকাল ৭টার কিছু আগে তাঁরা আগুন লাগার খবর পান। ভবনের ১৮ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী একজন জানান, ভবনের পেছন দিক থেকে আগুনের শুরু। ভবনে থাকা একটি অফিসের কর্মী জানান, অগ্নিকাণ্ডে ভবনের বেশ কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) পুড়ে গেছে।


ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, ভবনের পেছন দিকে বেশ কিছু ডিশের তার রয়েছে। সেখান থেকেই আগুন লাগতে পারে। আগুন সেখান থেকে ওপরের দিকে উঠে গেছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই