ধোনিদের লজ্জার হার চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ধোনিদের লজ্জার হার চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে





আইপিএলে চিরপ্রতিদ্বন্দ্বীর মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ধোনির চেন্নাই সুপার কিংস

শেষ চারে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রাখতে প্রথম রাউন্ডে ১৪ ম্যাচ থেকে অন্তত ১৪ পয়েন্ট পেতে হতো চেন্নাই সুপার কিংসকে। এবারের আইপিএলে আজ নিজেদের ১১ তম ম্যাচ হেরে ১৪ পয়েন্ট পাওয়ার সুযোগই আর রইল না চেন্নাইয়ের। 


এর আগে আইপিএলের প্রতি মৌসুমেই শেষ চারে খেলার গৌরবময় রেকর্ডও ২০২০ সালে এসে ভাঙার পথে। বিদায় ঘণ্টা বাজাও শুরু হলো আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ানসের ১০ উইকেটে কাছে হেরে। অন্যদিকে নিজেদের দশম ম্যাচে জিতে মুম্বাইয়ের এর মধ্যেই শেষ চার নিশ্চিত বলতে গেলে।


আজ শারজায় চেন্নাইয়ের করা ১১৫ রানের সহজ লক্ষ্যটা কোনো উইকেট না হারিয়েই তাড়া করল মুম্বাই। তাও আবার নিয়মিত ওপেনার রোহিত শর্মাকে ছাড়া।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আজকের ম্যাচে বিশ্রামে তিনি। 


চেন্নাইয়ের সব বিশেষজ্ঞ বোলার ব্যবহার করেও কুইন্টন ডি কক ও ইশান কিষানের জুটি ভাঙতে পারেননি ধোনি। অভিজ্ঞ ডি কক ৩৭ বলে ৪৬ রান করে অপরাজিত। তবে চেন্নাই বোলারদের শাসন করেছেন ইশান, অপরাজিত ছিলেন ৩৭ বলে ৬৮ রান করে। মাত্র ১২.২ ওভারেই ম্যাচ জিতে নেয় মুম্বাই।


চেন্নাই মূলত ম্যাচ হেরে যায় প্রথম ইনিংসে। নিজেদের ব্যাটিংয়ের সময় মুম্বাইয়ের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ডু প্লেসি-ধোনিরা। দলে তিন পরিবর্তন এনে আগে ব্যাট করতে নামে চেন্নাই। তিন অভিজ্ঞ শেন ওয়াটসন, কেদার যাদব ও পীযূষ চাওলার জায়গায় তরুণ ঋতুরাজ গায়কোয়াড, এন জগদিশান ও অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহিরকে সুযোগ করে দেয় চেন্নাই।


কিন্তু চেন্নাইয়ের ভাগ্য তাতে বদলায়নি। যশপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্টের প্রথম স্পেলেই ৫ উইকেট নেই চেন্নাইয়ের। ব্যাটিং পাওয়ার প্লে-তে ৫ উইকেট হারিয়ে ২১ রান তোলে ধোনির দল। পাওয়ার প্লে-র পরের ওভারেই আউট ধোনি। এক সময় আইপিএল ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড গড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল চেন্নাই।


শেষ পর্যন্ত ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন এসে মান রক্ষা করেন তিনবারের চ্যাম্পিয়নদের। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ৪৭ বলে ৫২ রান করে ইনিংসের শেষ বলে আউট হন কারেন। প্রথমে শার্দুল ঠাকুরের সঙ্গে অষ্টম উইকেটে ২৮ রান যোগ করেন কারেন। পরে তাহিরের সঙ্গেও মিলে যোগ করেন মহামূল্যবান আরও ৪৩ রান। কিন্তু শুধু এটুকুতে কী আর শেষ রক্ষা হয়! 



কোন মন্তব্য নেই