আমেরিকাকে বুদ্ধিবৃত্তিক আচরণ করতে বললো রাশিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আমেরিকাকে বুদ্ধিবৃত্তিক আচরণ করতে বললো রাশিয়া

 

ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগ মুহূর্তে রাশিয়া মন্তব্য করেছে, আগামী ১৮ অক্টোবরের পর থেকে আমেরিকা বুদ্ধিবৃত্তিক আচরণ করবে।


রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল বৃহস্পতিবার মস্কোয় এ কথা বলেন। তিনি আরও বলেন, তার দেশ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ সংক্রান্ত ২২৩১ নম্বর প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায়।



ওই প্রস্তাবে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে।


মার্কিন সরকার গত কয়েক মাস ধরে ইরানের ওপর থেকে এই নিষেধাজ্ঞা যাতে উঠে না যায় সেজন্য আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

কোন মন্তব্য নেই