চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু
লালমনিরহাটের তিস্তা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে ভরত চন্দ্র (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাতে জিআরপি থানা পুলিশ পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউনিয়া থেকে লালমনিরহাটগামী কমিউটার ট্রেনটি তিস্তা স্টেশনে দাঁড়ালে বৃদ্ধ লোকটি ট্রেনের কাছে গিয়ে দাড়ায়।
ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে লোকটি শেষ বগিতে উঠার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে বগির নিচে পড়ে যায়। ট্রেনের ২টি চাকা তার বুকের উপর দিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়।
কর্তব্যরত স্টেশন মাস্টার আশাদুজ্জামান (৩০) জানান, বিষয়টি জিআরপি পুলিশকে অবহিত করা হয়েছে।
নিহতের স্ত্রী মিনতি রানি ও তার বড় জামাতা পরিমল চন্দ্র জানান, ভরত চন্দ্র পেশায় একজন রিকশাচালক। তার ৪ মেয়ে। ৪ মেয়েকে বিয়ে দিতে গিয়ে সব জমি-জমা বিক্রি করে। প্রায় এক বছর যাবত পাগলের মতো ঘুরে বেড়ায়। কোন কাজ-কর্ম নেই।

কোন মন্তব্য নেই