ডাচ শিক্ষার্থীদের উদ্ভাবন, বর্জ্য দিয়ে বৈদ্যুতিক গাড়ি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডাচ শিক্ষার্থীদের উদ্ভাবন, বর্জ্য দিয়ে বৈদ্যুতিক গাড়ি



 

সমুদ্র তীরে পাওয়া প্লাস্টিক, পুনর্ব্যবহৃত পিইটি বোতল ও গৃহস্থালী বর্জ্যসহ নানা বর্জ্য দিয়েই একটি সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছেন ডাচ শিক্ষার্থীরা। তাদের উদ্ভাবনের মধ্যে সবচেয়ে বিস্ময়কর হলো তারা বর্জ্য দিয়েই গাড়ির চ্যাসিজ ও বডি তৈরি করে দেখিয়েছেন। গাড়ির সংস্থাগুলো বর্জ্য দিয়ে গড়ি তৈরিতে মনোযোগী হবে বলে আশা ওই শিক্ষার্থীদের।


আইডহোভেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শিক্ষার্থীরা উজ্জ্বল হলুদ ও স্পোর্টি দুই সিটের এই গাড়িটির নাম দিয়েছেন লুকা। গাড়িটি স্বাভাবিক অবস্থায় ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে এবং ফুল চার্জ পেলে এটি ঘণ্টায় ২২০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। 


প্রকল্পের পরিচালক লিসা ভ্যান এটেন রয়টার্সকে বলেন, গাড়িটি সত্যই বিশেষ। কারণ এটি ফেলে দেয়া বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে। ফ্ল্যাক্স ও পুনর্ব্যবহৃত পিইটি বোতল দিয়ে আমরা গাড়ির চ্যাসিজ তৈরি করেছি। আর গাড়ির অভ্যন্তরে গৃহস্থালী বর্জ্য ব্যবহার করা হয়েছে। 


সাধারণত টেলিভিশন, খেলনা ও রান্নাঘরের সরঞ্জামে পাওয়া হার্ড প্লাস্টিক দিয়ে গাড়ির বডি তৈরি করা হয়েছে। অন্যদিকে নারকেলের ছোবড়া ও ঘোড়ার পশমের সমন্বয়ে সিটের কুশনগুলো প্রস্তুত করা হয়েছে। ২২ জন শিক্ষার্থীর একটি দল ১৮ মাসের মধ্যে গাড়িটি নকশা ও প্রস্তুত করেছে।

বর্জ্যের সম্ভাবনা প্রমাণের প্রয়াস হিসেবে এই প্রকল্প হাতে নেয়া হয়েছিল বলে জানান ভ্যান এটেন। 


গাড়িটি উত্পাদন দলের সদস্য ম্যাথুজ ভন উইজক বলেন, আমরা সত্যই আশা করি গাড়ি সংস্থাগুলো বর্জ্য পদার্থ ব্যবহার শুরু করবে। এগুলো দিয়ে গাড়ির অনেক কিছুই তৈরি করা সম্ভব। তাছাড়া আগে থেকেই অনেক সংস্থা তাদের গাড়ির অভ্যন্তরে বর্জ্য কিংবা বায়োবেজড উপকরণ ব্যবহার করে থাকে। তবে আমরা এটি দেখাতে চাই যে এগুলোর বাইরে বর্জ্য দিয়ে গাড়ির চ্যাসিজ তৈরি করাও সম্ভব। 


রয়টার্স অবলম্বনে



কোন মন্তব্য নেই