এবার সরাসরি বিমান চালু করল আমিরাত-ইসরায়েল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার সরাসরি বিমান চালু করল আমিরাত-ইসরায়েল

 

প্রায় তিন মাস আগে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর হয়েছে। এবার দেশ দু'টির মধ্যে সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়েছে। 


জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুবাই থেকে তেল আবিবে সরাসরি ফ্লাইট পরিচালনা করেছে ফ্লাইদুবাই নামের একটি এয়ারলাইন্স। আর সেই বিমানকে তেল আবিবে স্বাগত জানানোর কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর।  


ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তির পর নিজেদের দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানা আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে আমিরাত। এমনকি বিদেশিদের বিনিয়োগকৃত ব্যবসায় শতভাগ মালিকানা পাওয়ার সুযোগ রেখে আইন সংস্কার করার ঘটনা ঘটেছে। অথচ, এর আগে সে দেশে বিদেশি কেউ বাণিজ্য করতে চাইলে মালিকানার বেশিরভাগ অংশ ওই দেশের কোনো নাগরিকের থাকতে হতো।


ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের প্রত্যাশা, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে অর্থনীতি যেভাবে বিপর্যস্ত হয়ে গেছে, নতুন রুটে সরাসরি বিমান চলাচল তা কাটিয়ে উঠতে ভূমিকা রাখবে। এবারের শীতে দুবাইয়ে ভ্রমণ করতে পারে বিপুল সংখ্যক ইসরায়েলি পর্যটক।


সূত্র : আল-জাজিরা

কোন মন্তব্য নেই