কচুয়া প্রেসক্লাবে পিঠা উৎসব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কচুয়া প্রেসক্লাবে পিঠা উৎসব



বাগেরহাটের কচুয়া প্রেসক্লাবে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উদ্যোগে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।


উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত দেবনাথ।


প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালের সভাপতিত্বে উৎসবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. অনিসুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জণ সাহা প্রমুখ।


অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পিঠা উৎসবের সমাপ্তি ঘটে।

কোন মন্তব্য নেই