শাওমির সবচেয়ে দামি ফোন হবে এমআই ১১ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শাওমির সবচেয়ে দামি ফোন হবে এমআই ১১

 
আগামী সোমবারই এমআই ১১ আনবে শাওমি। ফ্ল্যাগশিপটির ব্যাপারে তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য প্রকাশ করেছে।সেখানে জানা গেছে, ফোনটিতে থাকবে অ্যাডভান্সড ডিসপ্লে টেকনোলজি। এই প্রযুক্তির স্ক্রিন টিভির জন্য ব্যবহৃত হয়ে থাকে। ক্যামেরা ও ব্যাটারিও হবে শক্তিশালী। ফলে অন্যান্য শাওমি ফোনের চেয়ে এমআই ১১ এর দাম যথারীতি বেশি হবে।এমআই ১১ ফোনটিতে থাকবে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে, কোয়াড এইচডি প্লাস স্ক্রিন রেজুলেশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট। প্রো মডেলের স্ক্রিনের রেজুলেশন হবে টুকে। দুটি মডেলেই প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮।পেছনে থাকবে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ছবি তোলার পর প্রসেসিংয়ের জন্য ফোনটি অপটিকাল প্রোসেসের বদলে ডিজিটাল কম্পিউটেশন প্রোসেস ব্যবহার করবে।অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ১১। ব্যাটারির শক্তি হবে ৪৭৮০ এমএএইচ, যা সাপোর্ট করবে ৫০ ওয়টের চার্জিং প্রযুক্তি।ফোনটি পাওয়া যাবে ৮ জিবি র‍্যাম+ ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে।

কোন মন্তব্য নেই